করিমগঞ্জে জেলার ৫টি হজ সেবা কেন্দ্র

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার পাঁচটি হজ সেবা কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে । হজ সেবা কেন্দ্রগুলি হচ্ছে -হজ সেবা কেন্দ্র কানিশাইল, করিমগঞ্জ দায়িত্বে রয়েছেন শাহীন উদ্দিন চৌধুরী (৯৩৬৫০৫৫৯২৩)। পাশাপাশি হজ সেবা কেন্দ্র বদরপুর, এম বাজারের নিকটে এম এস কমপ্লেক্স বদরপুর, আব্দুল মুনিম (৬০০১৪১৩৬৯১)।
হজ সেবা কেন্দ্র নিলাম বাজার, লঙ্গাই রোড বড় মসজিদের নিকটে আইটেক কম্পিউটার দায়িত্বে জাকির হোসেন চৌধুরী (৭৩৯৯১০০৯৭৩)। হজ সেবা কেন্দ্র রাতাবাড়ী, কাজিরবাজার জামে মসজিদের নিকটে, মুজাক্কির হোসেন (৬০০৩৭৫৭৫৯৭)। এছাড়া হজ সেবা কেন্দ্র পাথারকান্দি, মেইন রোড পাথারকান্দি আইবি স্টোরের নিকটে মোস্তফা আহমেদ (৯৩৬৫২৮৯৬৭২)।
গত ১৯ আগস্ট তারিখে করিমগঞ্জ জেলা হজ কমিটির অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুসারে করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্ত এই হজ সেবা কেন্দ্রগুলির তালিকা জানিয়ে দিয়েছেন। এতে করিমগঞ্জ জেলা হজ কমিটির যুগ্ম সচিব হিসেবে বাহা উদ্দিন চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে বলে ওই বৈঠকে স্থির করা হয়।