Barak Valley
স্মার্ট মিটার প্রতিস্থাপন, গণকনভেনশন ২ জুলাই

করিমগঞ্জ : করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন রোডের বিপিন পাল স্মৃতি ভবনে ১৮ জুন সকাল ১১টায় গ্রাহক স্বার্থ বিরোধী প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপন বন্ধ করার দাবিতে যে গণকনভেনশনের আহ্বান করা হয়েছিল, খারাপ আবহাওয়ার জন্য তা স্থগিত রাখা হয়েছে৷ আগামী ২ জুলাই এই গণকনভেনশন সারদা বিবাহ ভবনে অনুষ্ঠিত হবে বলে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কনভেনার্স কমিটির তরফে জানানো হয়েছে৷