করিমগঞ্জের নিলামবাজারে ১০ হাজার ইয়াবা সমেত গ্রেফতার দুই

নেশাবিরোধী অভিযানে ফের সফল নিলামবাজার পুলিশ
নিলামবাজার : মাদকের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশের একের পর এক অভিযান অব্যাহত। এবার আরও একবার সাফল্য পেয়েছে করিমগঞ্জের নিলামবাজার থানার পুলিশ। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই মাদক পাচারকারীকে। বাজেয়াপ্ত করা হয়েছে মাদক ট্যাবলেট পাচারে ব্যবহৃত অল্টো কার।
পুলিশের হাতে ধৃত দুই পাচারকারীকে যথাক্রমে করিমগঞ্জ জেলার অন্তর্গত রাতাবাড়ির কচুখাউড়ির বাসিন্দা সিয়াব উদ্দিন এবং কাছাড় জেলার আমড়াঘাট এলাকার আব্দুল মান্নান বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার বিশাল পুলিশ বাহিনী নিয়ে রবিবার গভীর রাতে লালপুল এলাকায় একটি অল্টো গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে উদ্ধার করেন ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। এর পর গাড়ি সহ দুই যুবককে আটক করে নিয়ে আসা হয় থানায়।
আজ সোমবার নিলামবাজার থানায় মাদক আইনে মামলা রুজু করে পুলিশ। এর পর পুলিশের হাতে ধৃত দুই পাচারকারীকে গ্রেফতার করে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে পাঠানো হয় জেল হাজতে।