Barak Valley
সোমবার রবীন্দ্র ভবনে হাইলাকান্দিতে সখিদের প্রশিক্ষণ

জনসংযোগ, হাইলাকান্দি : হাইলাকান্দি জেলার জীবিকা সখি, ব্যাংক সখি, পশু সখি, কৃষি সখি এবং কমিউনিটি রিসোর্স পার্সনদের অরুণোদয় ২.০-এর এফিডেভিট দস্তখত সম্পর্কে এক কর্মশালা তথা প্ৰশিক্ষণ শহরের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হবে।
আগামী সোমবার অনুষ্ঠেয় প্রশিক্ষণ কর্মশালায় কাছাড় জেলার তাপাং ডেভেলপমেন্ট ব্লকের অধীনস্থ ওই সব সখি সহ সমগ্র হাইলাকান্দি জেলার সব ধরনের সখিদের উপস্থিত থাকতে হাইলাকান্দির জেলা উন্নয়ন কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।