করিমগঞ্জ জেলার ৩৫ নং বাঘন জিপির সভাপতি পদের উপনির্বাচনের ভোটার তালিকা প্রকাশ

জনসংযোগ, করিমগঞ্জ, ২৪ মে : করিমগঞ্জ জেলার ৩৫ নম্বর বাঘন গ্রাম পঞ্চায়েত সভাপতি উপনির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। করিমগঞ্জের উপায়ুক্ত এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন ১৯৯৫ সালের আসাম পঞ্চায়েত (সংবিধানের) ধারা ১২ এর উপধারা ২ ও আসাম রাজ্যিক নির্বাচন কমিশনের ৬ মে তারিখের প্রেরিত বার্তা অনুসারে ভারতের নির্বাচন আয়োগ কর্তৃক চলতি বছরের ১ লা জানুয়ারি তারিখের যোগ্যতার ভিত্তিতে আসাম বিধানসভার সমষ্টির ভোটার তালিকা প্রতিনিয়ত পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে ৩৫ নম্বর বাঘন গ্রাম পঞ্চায়েত সভাপতি পদের পঞ্চায়েত উপ নির্বাচনের জন্য সমষ্টি ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।
ওই চূড়ান্ত ভোটার তালিকা ২৩ মে তারিখে করিমগঞ্জ জেলা পরিষদ কার্যালয়, লোয়াইরপোয়া আঞ্চলিক পঞ্চায়েত ও ৩৫ নং বাঘন গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং উপায়ুক্তের কার্যালয়ে প্রকাশ করা হয়েছে।