Barak Valley

স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

ফকিরাবাজারে গ্রাহক সংস্থার পথসভা

করিমগঞ্জ : রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের অনুমতি ছাড়া ঘরে ঘরে স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে৷ সরকার একদিকে মিটার স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে অন্যদিকে জনসাধারণ এই মিটার বন্ধের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে বেরিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন৷ স্মার্ট মিটার বন্ধের জনগণের এই ন্যায্য দাবি মেনে সরকারের অবিলম্বে গ্রাহকদের স্বার্থের পরিপন্থী স্মার্ট মিটার বাতিল করা উচিত৷ পথসভায় একথা বলেন, কনজিউমার অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীত রঞ্জন দত্ত৷

অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক সুজিৎ কুমার পাল বলেন, বর্তমানের ডিজিটাল মিটার বিদ্যুৎ পরিমাপে যখন ১০০% নির্ভুল তখন রাজকোষের কোটি টাকা খরচ করে স্মার্ট মিটার প্রতিস্থাপনের কি দরকার? সরকারের সদিচ্ছা থাকলে রাজকোষের টাকা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নের জন্য খরচ করুক৷ বৃহৎ কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে সরকার জোর করে এভাবে স্মার্ট মিটার স্থাপন করতে চাইছে৷ বলেন, সরকারের জন বিরোধী স্মার্ট মিটার প্রতিস্থাপনের প্রকল্প বাতিল এবং অত্যাবশ্যকীয় পরিষেবা ব্যবস্থা রক্ষার্থে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে হবে৷ গণআন্দোলনকে ব্যাপক রূপ দিতে আগামী ১১ সেপ্টেম্বর All Assam Consumer Association-র রাজ্য কমিটি আয়োজিত গুয়াহাটির ‘বিজুলি ভৱন চলো’ অভিযানকে সার্থক করে তুলতে উপস্থিত জনসাধারণের সহযোগিতা কামনা করেন সুজিত কুমার পাল৷

উল্লেখ্য, প্রিপেড স্মার্ট মিটার স্থাপনের তীব্র বিরোধিতা করে Consumer Association-র করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে শুক্রবার রাতে ফকিরাবাজার অঞ্চলে পথসভার আয়োজন করা হয়৷ এতে উপস্থিত ছিলেন Association-র সদস্য পরিমল চক্রবর্তী, অজয় চৌধুরী, মনোজ দেব, গোপাল পাল, প্রদীপ মালাকার সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button