হাইলাকান্দির বনাঞ্চলের বাসিন্দাদের ল্যান্ড টাইটেল পাট্টার দরখাস্ত আহ্বান

জনসংযোগ, হাইলাকান্দি, ২ জুন : হাইলাকান্দি জেলার সিডিউল ট্রাইব এবং জেলার বনাঞ্চলে বসবাসকারী আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্সদেরকে ২০০৬ সালের ফরেস্ট রাইট(এফ আর) এক্ট অনুসারে ল্যান্ড টাইটেল পাট্টা দেবার জন্য দরখাস্ত আহবান করা হয়েছে। জেলার এডিসি তথা ২০০৬ সালের এফআর এক্ট এর অধীন এফডিএলসির চেয়ারম্যান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, এ ধরনের আবেদন সংশ্লিষ্ট বিডিও এর কার্যালয় জমা দেওয়া যাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সরকারি গ্যাজেট অনুসারে হাইলাকান্দি জেলায় বর্মণ সম্প্রদায় নোটিফাইড সিডিউল ট্রাইব। তাই জেলার সিডিউল ট্রাইব ( এইচ) এবং আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স, যারা তিন জেনারেশন অথবা ৭৫ বছর ধরে বসবাস করছেন তাদেরকে প্রমাণপত্র সহ ২০০৬ সালের ফরেস্ট রাইট এক অনুসারে ল্যান্ড টাইটেল/ পাট্টার জন্য দরখাস্ত জমা দেওয়া যাবে। আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট বিডিও কার্যালয়ে এই দরখাস্ত জমা দেওয়া যাবে।