কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী ২৩ মে হাইলাকান্দিতে

জনসংযোগ, হাইলাকান্দি, ১৩ মে : কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী মুঞ্জপারা মহেন্দ্রভাই আগামী ২৩ মে তিন দিনের সফরসূচি নিয়ে হাইলাকান্দি আসছেন। ওইদিন তিনি ৩ টা ৪০ মিনিট নাগাদ হাইলাকান্দি এসে পৌঁছাবেন।
এরপর বিকেল চারটা দশ মিনিটে তিনি হাইলাকান্দিতে এক রিভিউ মিটিঙে অংশ নেবেন। সন্ধ্যে পাঁচটা দশ মিনিট তিনি এক দলীয় সভায় অংশ নেবেন।
এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হাইলাকান্দিতে রাত কাটিয়ে পরদিন বুধবার সকাল ১০টা থেকে অঙ্গনাদি কেন্দ্র,হাসপাতাল এবং আয়ুস বিভাগের ওপিডি ওয়ার্ড পরিদর্শন করবেন।
এরপর বেলা ২ টার সময় তিনি পঞ্চায়েত কর্মকর্তাদের সঙ্গে হাইলাকান্দিতে এক সভায় মিলিত হবেন। বিকেল ৩টায় তিনি অঙ্গনাদি কর্মীদের সঙ্গে আরেকটি বৈঠকে মিলিত হবেন। সন্ধ্যায় তিনি আয়ুষ কর্মকর্তাদের সঙ্গে অনুরুপ আরেকটি বৈঠকে মিলিত হয়ে হাইলাকান্দিতে রাত্রি যাপন করবেন। ২৫ মে বৃহস্পতিবার সকালে তিনি নতুন দিল্লির উদ্দেশ্যে হাইলাকান্দি ত্যাগ করবেন।