বিধায়ক মিহিরের হাতে জয়পুর মণ্ডলের অন্তর্গত মডেল সেন্টারের শুভ উদ্বোধন

উধারবন্দ বিধানসভার জয়পুর মণ্ডলের অন্তর্গত হরিনগর গাঁও পঞ্চায়েতের উত্তর ডিগলীর ২৯ নং অঙ্গনওয়ারী কেন্দ্রর মডেল সেন্টার এর শুভ উদ্বোধন হয় আজ। ২৫লক্ষ টাকা ব্যায়ে নবনির্মিত অঙ্গনওয়ারী মডেল সেন্টারের শুভ উদ্বোধন করেন বিধায়ক মিহির কান্তি সোম তৎ সঙ্গে আরেকটি ৬ লক্ষ টাকা ব্যায়ে অঙ্গনওয়ারী কেন্দ্রর নবনির্মিত বিদ্যালয়ের উদ্বোধন করেন । উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলেন বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের লক্ষ্য রয়েছে শুধু শহরাঞ্চলে নয় প্রতিটি গ্রামের প্রতি ঘরে যেন শিক্ষার আলো পৌঁছায় ও প্রতিটি গ্রামের শিক্ষার মান বৃদ্ধির মাধ্যমে দেশের মান বৃদ্ধি করা। তাছাড়া বর্তমান রাজ্য সরকার গ্রামের উন্নয়নের মাধ্যমে এক উন্নত রাজ্য গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুর মণ্ডলের সভপতি বিনোদ শর্মা, উধারবন্দের মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, রংপুরের মণ্ডল সভাপতি স্বপন দাস, জিলা পরিষদ সদস্যা বিজয়েতা মাহাতো সহ স্হানীয় জিপি সভানেত্রী ও এপি সদস্যা উভয় ক্রমে অলি বর্মণ এবং শিল্পী দত্ত । উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলা বিজেপির সম্পাদক কাণু রঞ্জন দেব, জেলা যুবমোর্চা সাধারণ সম্পাদক সম্ভু ঠাকুর, জয়পুর মণ্ডলের সম্পাদক রঘুনাথ দত্ত, যুব মোর্চা জয়পুর মণ্ডল সভাপতি আশু দেবনাথ, সাধারণ সম্পাদক শুভ্রজিত আচার্য্য সহ অনেক স্হানীয় প্রতিনিধি সহ অনেক দলীয় কর্মী সমর্থকরা।