Barak Valley

হাইলাকান্দিতে ট্রান্সজেন্ডারদের অধিকার রক্ষায় সরকারি উদ্যোগ

জনসংযোগ, হাইলাকান্দি, এপ্রিল ১২ : হাইলাকান্দিতে ট্রান্স জেন্ডারদের (রূপান্তরকামী) অধিকার সুরক্ষা এবং সুনিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জেলাশাসকের সভাকক্ষে বিভিন্ন সরকারি বিভাগকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করে জেলা শাসক নিসর্গ হিবরে জেলার রূপান্তরকামী মানুষদের সুযোগ সুবিধা সুনিশ্চিত করতে সরকারি প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং তাদেরকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে হয়রানীর হাত থেকে সুরক্ষা দিতে সমাজকল্যাণ বিভাগকে একটি অ্যাকশন প্ল্যান তৈরি করতে বলেন।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে,সমাজ কল্যাণ বিভাগ থেকে একটি হোয়াটসআপ গ্রুপ তৈরি করে ট্রান্সজেন্ডারদের সামাজিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। এ সম্পর্কে ২০১৯ সালের ট্রান্সজেন্ডার প্রোটেকশন অ্যাক্ট এবং ২০২০ সালের এ সংক্রান্ত বিধি নিয়ম সম্পর্কেও সচেতনতা চালানো হবে জেলা জুড়ে।

এই নিয়ে একটি প্রচারপত্র তৈরি করে জেলা জুড়ে সচেতনতা গড়ে তুলতে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ট্রান্সজেন্ডারদের হয়রানি,বৈষম্য ,চ্যালেঞ্জ মোকাবিলা সহ মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সামগ্রিক কল্যাণের জন্য গুরুত্ব দিয়ে বক্তব্য পেশ করেন লাকির হোসেন মজুমদার, কে এ চৌধুরী, ড: সংকিত কুমার কানু, জেলা সমাজ কল্যাণ আধিকারিক কবীন্দ্র ওয়ারিশা।

এছাড়া সভায় জেলায় ট্রান্সজেন্ডার মানুষদের সার্ভে করে তাদের সনাক্ত এবং সার্টিফিকেট দেবারও সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তাদের কে সরকারি সুবিধা পাওয়ার পোর্টেলে নাম অন্তর্ভুক্ত করিয়ে সুযোগ-সুবিধা প্রদান করতে সাহায্যের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। জেলার সংশ্লিষ্ট বিভাগগুলি কে এই ব্যাপারে জড়িত করে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত সভায় নেওয়া হয়।।

জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে ডিভিসি এলডার্ড ফারহীন এবং জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা সভায় অংশ নেন।

এদিকে মঙ্গলবার এর বৈঠকের সিদ্ধান্ত অনুসারে সমাজ কল্যাণ বিভাগ থেকে জেলায় ট্রান্সজেন্ডারদের জন্য যে হেলপ্লাইন ও হোয়াটসআপ গ্রুপ খোলা হয়েছে তার নম্বর হলো 8011669596 । এ ব্যাপারে ই মেইল transgende rhelplinehailakansi@gmail.com। এছাড়া হোয়াটসঅ্যাপ লিংক : https://api.whatsapp.com/send?phone=number+918011669596 ।

Show More

Related Articles

Back to top button