সোমবার দলীয় প্রার্থী কৃপানাথের প্রচারে পাথারকান্দি আসছেন রাজ্যের মন্ত্রী জয়ন্তমল্ল

পাথারকান্দি : দ্বিতীয় দফার ভোট প্রচারে দলীয় প্রার্থী কৃপানাথ মালার পালে হাওয়া তুলতে আগামীকাল সোমবার পাথারকান্দি আসছেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। দলীয় নেতার আগমনকে কেন্দ্র করে পাথারকান্দিতে বিজেপির নেতা-কার্যকর্তারা ব্যস্ত।
বিজেপির নেতা-কার্যকর্তারা একজোট হয়ে মন্ত্রীর নির্বাচনী সফর তথা জনসভাকে সার্থক করতে দিনরাত এক করছেন। পাথারকান্দির মুণ্ডমালায় অবস্থিত মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে দলীয় নেতা-কার্যকর্তাদের তত্ত্বাবধানে চলছে ব্যাপক প্রস্তুতি।
দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া এদিন সকাল সাড়ে দশটায় মুণ্ডমালার খেলার মাঠে এসে ৭ নম্বর করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালার বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দেবেন। স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল নিজেও দফায় দফায় খতিয়ে দেখছেন সভাস্থলের প্রস্তুতি। মন্ত্রীর জনসভায় ১৫ থেকে ২০ হাজারের মতো জনসমাগম হবে বলে ধারণা করছেন দলের স্থানীয় নেতারা।