অনুকূলচন্দ্রের আবির্ভাব দিবসে দু’দিনের মহোৎসব করিমগঞ্জে
করিমগঞ্জ, ১৪ সেপ্টেম্বর : শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম আবির্ভাব দিবস উপলক্ষে দু’দিনের মহোৎসবের আয়োজন করা হয়েছে করিমগঞ্জে৷ লঙ্গাই রোডের সৎসঙ্গ মন্দিরে শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করা হবে৷ এরপর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ এছাড়া এদিন বিকেলেই ধামাইল প্রতিযোগিতা এবং বিচিত্রানুষ্ঠান পরিবেশিত হয়৷ পরবর্তীতে সমবেত বিনিত প্রার্থনার পর শিশু সৎসঙ্গ এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কৃষ্টিদীপনা অনু্ষ্ঠিত হবে৷
শনিবার শ্রীশ্রী ঠাকুরের আবির্ভাব দিবসে ভোর থেকে অনুষ্ঠান শুরু হবে৷ ব্রাহ্মমুহূর্তে থাকবে বেদ মাঙ্গলিক ও নহবৎ৷ এরপর ঊষা কীর্তন, বিনতি প্রার্থনা ও সদগ্রন্থ পাঠ৷ পরবর্তীতে সৎসঙ্গ, সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠিত হবে৷ দুপুরে শ্রীশ্রী ঠাকুর ও শ্রীশ্রী বড় মা-র ভোগ রাগ, এরপর মাতৃ সম্মেলন, হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করা হবে৷ দুপুরে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা হয়েছে৷ যুব সম্মেলন এবং যোগ ব্যায়াম প্রদর্শনের পর অনুষ্ঠিত হবে ধর্মসভা৷ যেখানে DP Works নিয়ে আলোচনা করা হবে৷ সন্ধ্যায় সমবেত বিনতি প্রার্থনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে৷ দু’দিন ব্যাপী মহোৎসবে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন উৎসব কমিটির কর্মকর্তারা৷