Barak Valley
অমৃত কলস : হাইলাকান্দিতে ঘরে ঘরে মাটি সংগ্রহ শুরু
জনসংযোগ, হাইলাকান্দি : হাইলাকান্দি জেলায় মেরি মাটি মেরা দেশ কার্যসূচির আওতায় অমৃত কলস যাত্রায় ঘরে ঘরে এক মুষ্টি মাটি সংগ্রহ শুরু হয়েছে। জেলার এস এইচ জি-র সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এই মাটি সংগ্রহ করছেন। তবে হাইলাকান্দি ও লালা পুরসভায় যাদের বাড়িতে মাটি নেই তাদের ক্ষেত্রে এক মুঠি চাল সংগ্রহ করা হচ্ছে। এই সংগ্রহের সময় এসএইচজির সদস্যরা পঞ্চ প্রাণের শপথ পাঠ করাচ্ছেন।
এদিকে জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে জেলার সব বাড়ির গৃহকর্তাকে এই কাজে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত এই একমুঠি মাটি বা চাল সংগ্রহ করে সংশ্লিষ্ট গাঁও পঞ্চায়েত অফিসে রাখা হবে। পরবর্তীতে তা খন্ড উন্নয়ন কার্যালয় মারফত গুয়াহাটি পাঠানো হবে। এরপর তা নতুন দিল্লিতে নিয়ে গিয়ে জাতীয় যুদ্ধ স্মারক স্থল কর্তব্য উদ্যান নির্মাণ করা হবে।