অম্বিকাপট্টি চৌরঙ্গি এলাকায় অগ্নিকাণ্ড
শিলচর : বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল অম্বিকাপট্টি চৌরঙ্গি অ্যাপার্টমেন্ট৷ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০টা নাগাদ ওই অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে বিমান গোস্বামীর ফ্ল্যাটে আগুন লাগে৷ মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে৷ ড্রইং রুমে থাকা বেশিরভাগ আসবাবপত্রই পুড়ে ছাই হয়ে যায়৷ ঝলসে যায় ঘরের দেওয়াল৷ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশপাশের মানুষ খবর দেন দমকলে৷ খবর পেয়েই তারাপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে সাব অফিসার অনন্ত শইকিয়ার নেতৃত্বে ১৫ জনের দল দু’টি দমকলের ইঞ্জিন নিয়ে হাজির হয়৷ এদিকে রাঙিরখাড়ি থেকেও আসে আরেকটি দমকলের ইঞ্জিন৷
খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান তারাপুর ফায়ার সার্ভিসের স্কট কমান্ডার দিলওয়ার হোসেন চৌধুরী৷ ঘন্টাখানের জল ছেটানোর পর নিয়ন্ত্রণে আসে আগুন৷ এলাকাবাসীর তথ্য অনুযায়ী, ওই ঘরে একাই থাকতেন বিমান গোস্বামী৷ ৮০ বছর বয়সী বিমানবাবু আগুন দেখে ভয় পেয়ে যান৷ তবে দমকল বাহিনীর প্রচেষ্টায় তাঁকে ঘর থেকে অক্ষত বের করে আনা হয়৷ এ দিকে, আগুন লাগার কারণ কেউই বলতে পারেননি৷ তবে আচমকাই অগ্নিকাণ্ডে আতঙ্ক বিরাজ করছে চৌরঙ্গি এলাকায়৷