অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা : শোভাযাত্রা বাজারিছড়ায়
পাথারকান্দি : মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে ঘিরে গোটা দেশ জুড়ে এক আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে৷ তার থেকে বাধ যায়নি করিমগঞ্জ জেলার সীমান্তবর্তী পাথারকান্দি বিধানসভা কেন্দ্র৷ বর্তমানে ওই কেন্দ্রের সর্বত্র চলছে এক উৎসবমুখর পরিবেশ৷ শনিবার বিকেলে বাজারিছড়ায় বের হয় এক শোভাযাত্রা৷ এতে রাম, লক্ষণ, সীতা ও হনুমান সাজে অংশ নেন স্থানীয় বরাক পরিবার ডিজিটালের ৪ সদস্য৷ শোভাযাত্রাটি বাজারিছড়ার গোটা রাজপথ পরিক্রমা করে৷ শ্রীরামের ভজন সঙ্গীত সহ শঙ্খধ্বনি ও জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রেলিটি৷
ওই কার্যক্রমের যৌথ ব্যবস্থাপনায় ছিল কালাছড়া নেতাজি সংঘ ও বাজারিছড়ার বরাক পরিবার ডিজিটাল পেজ কর্তৃপক্ষ৷ এদিন স্থানীয় বাজার শিববাড়ি রোড থেকে শুভযাত্রাটি সূচনা হয়ে এলাকার প্রতিটি রাজপথ পরিক্রমা শেষে পুনরায় এই শিববাড়িতে পৌঁছে শেষ হয়৷ এতে ২ আয়োজক সংস্থার সদস্য, বিজেপি স্থানীয় নেতা-কর্মী সহ এলাকার সনাতনী পুরুষ-মহিলারা উপস্থিত ছিলেন ৷
রেলি শেষ হওয়ার পর মনীশ দাস ও স্বপন দাস উপস্থিত সাংবাদিকদের জানান, দীর্ঘ ২৫ বছর প্রতীক্ষার পর আগামী ২২ জানুয়ারি রামলালা অযোধ্যায় বিরাজমান হচ্ছেন৷ এদিন প্রভুর প্রাণ প্রতিষ্ঠা সহ ভব্য রাম মন্দিরের উদ্বোধন হবে৷ তাই আজ আমরা এই শোভাযাত্রার আয়োজন করেছি৷ সেইসঙ্গে ২২ তারিখ এলাকার প্রতিটি মঠ-মন্দিরে পূজার্চনা সহ সন্ধ্যায় সব সনাতনীদের গৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দীপাবলি উদযাপনের অনুরোধ জানান তাঁরা৷
রেলিতে রাম-লক্ষণ-সীতাদেবী সহ হনুমানের সাজে ছিলেন বরাক পরিবারের কার্যকর্তা যথাক্রমে মোহর পাল চৌধুরী, বিশ্বজিৎ ধর, মোনালিসা পাল, আয়ুষ চন্দ প্রমুখ৷ সঙ্গে বানর সেনার সাজে ছিলেন নেতাজি সংঘের সংঘের সভাপতি প্রমেশ দাস, সহ-সভাপতি অলক দে, নেতাজি সংঘের কার্যকরী কমিটির সদস্য অমিতাভ দে, সংস্থার সাধারণ সম্পাদক অমিত দেব প্রমুখ৷