Barak Valley
অসংখ্য ভক্ত সমাগমের মধ্য দিয়ে সমাপন বাজারিছড়ার হরিনাম সংকীর্তন
বাজারিছড়া : অসংখ্য ভক্ত সমাগমের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়ায় অনুষ্ঠিত হরিনাম সংকীর্তন। আজ বৃহস্পতিবার সকালে নগর পরিক্রমা শেষে পূর্ণা ও মহন্ত বিদায়ের পর শ্রীনাম যজ্ঞের সমাপন হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শুভ অধিবাসের মাধ্যমে বাজারিছড়ার কালাছড়ায় অবস্থিত নেতাজিপল্লি সর্বজনীন কালীবাড়িতে শুরু হয়েছিল শ্রীশ্রী হরিনাম সংকীর্তন। বুধবার দিনব্যাপী চলে শ্রীশ্রী হরিনাম যজ্ঞ। হরিনাম যজ্ঞে রঘুনন্দনের ভুমিকায় ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল।বুধবার দিনভর এবং আজ বৃহস্পতিবারও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।