National

অসমের জামাই আশিস বিদ্যার্থী! মেয়ে কলকাতার নামকরা ফ্যাশন উদ্যোক্তা

কলকাতা: প্রেম, বিয়ের কোনো বয়স হয় না । মানুষ একটু ভালো থাকার আশায় , আনন্দে বাঁচার আশায় কারো একজনের হাত ধরে। আশিস বিদ্যার্থীও তাই করলেন, বা এত বয়সে তাঁকেও পছন্দ করলেন একজন স্বাবলম্বী নারী ৷

আশিষ বিদ্যার্থী আমাদের কাছে পরিচিত। ২০০টিরও বেশি ছবিতে ১১টি ভাষায় ইতিমধ্যে কাজ করেছেন এই অভিজ্ঞ অভিনেতা।

অসমের মেয়ে রূপালি বড়ুয়া বিয়ে করলেন আশিষকে। কলকাতার একটি ক্লাবে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অসমের মেয়ে রূপালি বড়ুয়াকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী।

অসম কন্যা এবার অভিনেতার গলায় মালা দিলেন। রূপালী বড়ুয়া আসামের গুয়াহাটির বাসিন্দা হলেও কলকাতার একজন নাম করা ফ্যাশন উদ্যোক্তা। শুধু তাই নয়, রুপালি কলকাতার একটি উচ্চমানের ফ্যাশন স্টোরের সঙ্গেও যুক্ত।

আশীষ বিদ্যার্থী এবং রূপালী বড়ুয়া পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন করেন।

বিয়ের পর আশীষ বিদ্যার্থী বলেছেন, “জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার।”

আশিস বিদ্যার্থী হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম, ইংরেজি, ওড়িয়া, মারাঠি, বাংলা ছবিতে কাজ করেছেন। তাঁর এখন ৬০ বছর বয়স।

Show More

Related Articles

Back to top button