Barak Valley

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ভেরিফিকেশনের নির্দেশ

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের প্রশাসনিক শাখা থেকে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনের জন্য করিমগঞ্জ জেলার আগ্নেয়াস্ত্রের মালিকদের নিকটবর্তী পুলিশ থানায তাঁদের আগ্নেয়াস্ত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। এতে ধ্রুবজ্যোতি হাজরিকা (পিতা প্রয়াত যোজনেশ্বর হাজরিকা লিচুবাগান রোড হেঙড়াবাড়ি, কামরূপ মহানগর) জেলা এবং করিমগঞ্জ জেলা সদর শহরের মনমোহন দাস (পিতা কমলরাম দাস করিমগঞ্জ শহর), শক্তিপ্রসন্ন ভট্টাচার্য (পিতা সুব্রত ভট্টাচার্য, করিমগঞ্জ শহর), প্রশান্ত কুমার চৌধুরী (পিতা প্রমোদ রঞ্জন চৌধুরী, করিমগঞ্জ শহর), মহম্মদ নজরুল হক (পিতা প্রয়াত মুহিবুর রহমান চৌধুরী, করিমগঞ্জ শহর), স্বপন নাথ (পিতা শচীন্দ্রমোহন নাথ, করিমগঞ্জ), দীপক চক্রবর্তী (পিতা দিলীপ চক্রবর্তী, শ্রীনগর কলোনি, ওয়ার্ড নম্বর ২৬, করিমগঞ্জ), ইউ রো খাসিয়া (পিতা বিনাঙ্গ খাসিয়া, বনমালি, করিমগঞ্জ) এবং লালমাংগাই খাওবাঙ (পিতা প্রয়াত লালচনরগুল খাওবাঙ, স্টেশন রোড করিমগঞ্জ), এই নয়জন লাইসেন্সধারী তাঁদের আগ্নেয়াস্ত্র জমা দেননি। পুলিশ প্রশাসনের কর্মীরা তাদের খোঁজেও পাননি। তাই এই নয়জন আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অতি শীঘ্র করিমগঞ্জ সদর থানায় অথবা করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের প্রশাসনিক শাখায় রিপোর্ট করতে অতিরিক্ত জেলাশাসক নির্দেশ দিয়েছেন।

Show More

Related Articles

Back to top button