আজ উত্তর নারাইনপুর জিপি এবং বক্রিহাওর জিপিতে সংকল্প যাত্রা
জনসংযোগ, হাইলাকান্দি, ১৯ডিসেম্বর : হাইলাকান্দি জেলায় বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে জিপিগুলিতে আয়োজিত বিভিন্ন কার্যসূচির অঙ্গ হিসাবে বুধবার উত্তর নারাইনপুর জিপি এবং বক্রিহাওর জিপিতে পৃথক পৃথক বিশেষ সভার আয়োজন করা হয়।
এই উপলক্ষে উভয় জিপিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণের চিত্র তুলে ধরতে স্টল খোলা হয়। এতে ওই প্রকল্পগুলির যোগ্য হিতাধিকারীদের নামও নথিভুক্ত করা হয় যাতে করে পরবর্তীতে প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়। সভা গুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়নের ফলে উপকৃত ব্যক্তিরা তাদের সাফল্যের কাহিনী তুলে ধরেন। পাশাপাশি সমগ্র দেশে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়ণের ফলে জনসাধারণ কিভাবে লাভবান হচ্ছেন তা তুলে ধরা হয় কেন্দ্রীয় সরকারের প্রচার গাড়ির মাধ্যমে। উভয় জিপিতে সোমবারের সংকল্প যাত্রায় ৩০০ টিরও বেশি আয়ুষ্মান কার্ড বন্টন করা হয।
স্বাস্থ্য বিভাগের শিবিরে ১৮০ জন কে চিকিৎসা করা হয় বুধবার। শিবির গুলিতে ড্রোন প্রদর্শনীর মাধ্যমে কৃষি বিভাগে কিভাবে রাসায়নিক কীটনাশক এবং রাসায়নিক সার প্রয়োগ করা হয় তা প্রদর্শন করা হয় ।উল্লেখ্য ড্রোনেরমাধ্যমে সারর এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে খরচের সাশ্রয় হয়।
এদিকে বৃহস্পতিবার অর্থাৎ ২১ ডিসেম্বর আলগাপুর জিপির বড়নগদ গার্লস হাইস্কুলে সকাল সাড়ে নয়টায় এবং উত্তর কাঞ্চনপুর জিপির কালিনগরের এসসি দে কলেজে বেলা দেড়টায় অনুরূপ বিকশিত ভারত সংকল্প যাত্রা আয়োজন করা হয়েছে। ওই দুই জিপির জনসাধারণকে তাদের সংশ্লিষ্ট সংকল্প যাত্রার সভায় উপস্থিত থাকতে আবেদন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।