Barak Valley

আজ করিমগঞ্জে জেলা দিবস

জনসংযোগ, করিমগঞ্জ : সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৪১তম District Day বা জেলা স্থাপনা দিবস উদযাপন করা হবে করিমগঞ্জে৷ কর্মসূচির মধ্যে থাকছে সোমবার সকাল ৭টায় শহরের জেলা তথ্য ও জনসংযোগ কার্যালয়ের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন৷ সকাল ৮টায় করিমগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় শহরের মনীষীদের মর্মর মূর্তিতে এবং ডাকবাংলো প্রাঙ্গণের শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ৷ পাশাপাশি, লাতু মালেগড় শহিদ স্মৃতি সৌধে এবং বদরপুর দুর্গে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে৷ সকাল ১০টায় স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় রক্তদান শিবির৷ সকাল ১১টায় PCPNDT আইন নিয়ে নিলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সচেতনতা অভিযান৷

এছাড়াও রয়েছে দুপুর ১২টায় PCPNDT আইন নিয়ে পাথারকান্দি বিএড কলেজের সচেতনতা কর্মসূচি৷ বেলা ১টায় জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে Carrer Counciling সচেতনতা পর্ব৷ বেলা ১:৩০টায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে সচেতনতা সভা৷ বেলা ২টায় একই স্থানে District Hub for Empowerment of Women Mission শক্তির অধীনে সংকল্প কর্মসূচির ১০০ দিনের কর্মসূচি সম্পর্কে বিশেষ সচেতনতা অনুষ্ঠান৷ বিকাল ৫টায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা দিবস উদযাপনের সমাপ্তি করা হবে৷

এ উপলক্ষে জেলা আয়ুক্ত জেলার সব বিভাগীয় প্রধানদের তাদের নিজ নিজ কার্যালয়ে দিনটি উদযাপন করতে এবং জেলাস্তরের কর্মসূচিতে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি, জেলার সব চক্র আধিকারিক, খন্ড উন্নয়ন আধিকারিক ও পৌরসভার কার্যবাহী আধিকারিকদের নিজ নিজ কার্যালয়ে জেলা দিবস উদযাপন করতে অনুরোধ জানিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button