Barak ValleyEducationSports

আজ থেকে করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুলে অব সায়েন্সে উৎসব, ঠাসা অনুষ্ঠানমালা

করিমগঞ্জ : করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুলে অব সায়েন্সে বার্ষিক উৎসবের সূচনা হবে ২ জানুয়ারি৷ চলবে ৬ জানুয়ারি পর্যন্ত৷ বিভিন্ন প্রতিযোগিতা ছাড়া আয়োজিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷ করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুলে অব সায়েন্সে বার্ষিক উৎসব শুরু হবে মঙ্গলবার৷ কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান ড. নিবারণ দাস এদিন সকাল ৯টায় পতাকা উত্তোলন করে উৎসবের সূচনা করবেন৷ এরপর দিনভর বিভিন্ন প্রতিযোগিতা যেমন চকলেট দৌড়, লংজাম্প, ফুটবল, Musical Chair, Cricket ইত্যাদি অনুষ্ঠিত হবে৷

অন্যদিকে, ৩ জানুয়ারি সকাল ৯:৩০টা থেকে আবৃত্তি প্রতিযোগিতা, শটপুট, ব্যাডমিন্টন, ক্যারম, দাবা ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে৷ ৪ জানুয়ারি সকাল ৯:৩০টা থেকে যেমন খুশি সাজো, রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি ও আধুনিক গান এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার পাশাপাশি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে৷ অন্যদিকে, ৫ জানুয়ারি সকাল ৯:৩০টা থেকে ক্যুইজ প্রতিযোগিতা, ব্যাডমিন্টন, ক্যারম, দাবা সহ তাৎক্ষণিক বক্তৃতা এবং ‘Judiciary is the only custodian of Parliamentary Democracy’ বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ ৬ জানুয়ারি উৎসবের শেষ দিনে সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে৷ দুপুর ১টায় পুরষ্কার বিতরণ করা হবে৷ এতে মুখ্য অতিথি হিসেবে করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ুমনাম উপস্থিত থাকবেন৷ বার্ষিক উৎসবে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ রামমোহন দাস৷

Show More

Related Articles

Back to top button