আজ প্রধানমন্ত্রী আবাস যোজনার ভার্চুয়াল অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার
করিমগঞ্জ : পিএম আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্পের অধীনে রাজ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়া প্রায় ৬ লক্ষ ঘরের আনু্ষ্ঠানিক গৃহ প্রবেশ ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে শনিবার দুপুর ১২:৪৫ মিনিটে যোরহাট জেলার মেলেং মেটেলিতে অনু্ষ্ঠিত হবে৷ সভাস্থল থেকে সেই কাজ সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ উপলক্ষে শনিবার করিমগঞ্জ জেলা পরিষদ সভাকক্ষে ওই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে৷
পাশাপাশি জেলার ৭টি উন্নয়ন খণ্ডের ৭ জিপিতে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে৷ মালুয়া শ্রীগৌরী জিপিতে শ্রীগৌরী হায়ার সেকেণ্ডারি স্কুল, লালাছড়া জিপিতে লালাছড়া জিপি অফিস, বাজারিছড়া জিপিতে সানি স্পোর্টস ইউনিয়ন, ক্লাব হাউস, বাজারিছড়া বাজার, মাইজগ্রাম জিপিতে মাইজগ্রাম জিপি অফিস, ফরিদকোণা দোহালিয়া জিপিতে দোহালিয়া এক্সটেন্ড হাইস্কুল, দোহালিয়া বাজার, কালীনগর জিপিতে জিসি পাল কলেজ অফ এডুকেশন, কালীনগর এবং কেউটকোণা জিপি অফিসে একই সময়ে সরাসরি সম্প্রচার চলবে৷ এলাকার জনগণকে নির্ধারিত স্থানে অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ জানিয়েছেন করিমগঞ্জ জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক৷