Barak Valley
আজ বিজেপি মহিলা মোর্চার সমাবেশ করিমগঞ্জে
করিমগঞ্জ : ভারতীয় জনতা মহিলা মোর্চার আহ্বানে সোমবার সকাল ১১টায় ‘মহিলা সঙ্কল্প’ সমাবেশের ডাক দেওয়া হয়েছে৷ করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন রোডের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত হবে এ সমাবেশ৷ এতে উপস্থিত থাকবেন ভারতীয় জনতা মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তথা ওমেন সেলের আহ্বায়ক স্বপ্না বানিয়া, মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা অপরাজিতা ভূঁইয়া ও ছন্দা রায় সিংহ৷
মহিলা মোর্চার জেলা পদাধিকারী সহ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহ, বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার উপস্থিত থাকবেন৷ সমাবেশে বিভিন্ন মণ্ডলের সদস্য-সদস্যা এবং পদাধিকারীগণ, বুধ স্তরের সকল মহিলা পদাধিকারী এবং পৌরসভার মহিলা পদাধিকারীগণ উপস্থিত থাকবেন৷