Barak Valley
আজ সরস্বতী স্কুলে বিনামূল্যে নিউরো ও চক্ষু শিবির
করিমগঞ্জ : রবিবার করিমগঞ্জের সরস্বতী বিদ্যানিকেতনে নিউরো ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে৷ NEINC-র ব্যবস্থাপনা ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে সকাল ১০টা-দুপুর ২টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা প্রদান করা হবে৷ এই শিবিরে উপস্থিত থাকবেন SMCH-র নিউরো সার্জারি বিভাগের অধ্যক্ষ ডা. সম্বুদ্ধ ধর এবং ক্যাটারেক্ট সার্জন ডা. জিনিয়া দেব৷ নার্ভের রোগীদের পরীক্ষা ছাড়াও বিনামূল্যে চোখের সমস্যা নিয়ে চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নেওয়া যাবে বলে জানিয়েছেন আয়োজকরা৷