Barak Valley

২০ ও ২১ জানুয়ারি করিমগঞ্জে অনুকূলচন্দ্রের জন্মমহোৎসব

করিমগঞ্জ : শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্মমহোৎসব এবং করিমগঞ্জ সৎসঙ্গ মন্দিরে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব আগামী ২০ ও ২১ জানুয়ারি করিমগঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে৷ বুধবার সংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, স্থানীয় করিমগঞ্জ কলেজের খেলার মাঠে ২০ জানুয়ারি দুপুরে উৎসবের সূচনা হবে৷ এতে থাকবে যুবকদের নিয়ে যুব সম্মেলন৷ পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ ২১ জানুয়ারি সকালে প্রাত্যহিক বিনতি প্রার্থনার পর এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে৷ এই শোভাযাত্রায় বরাক উপত্যকার ৩ জেলা স‌হ পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের অনেক সৎসঙ্গী উপস্থিত থাকবেন৷ শোভাযাত্রায় সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা৷ বরাক উপত্যকার বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা অত্যন্ত আকর্ষণীয় হবে বলে অনুমান আয়োজকদের৷ এরপর মাতৃ সম্মেলন, ছড়ার গান, সঙ্গীতাঞ্জলি, ধর্মসভা ইত্যাদি অনুষ্ঠিত হবে৷ রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর উৎসবের সমাপ্তি হবে৷ এই উৎসবে প্রায় ১ লক্ষ ভক্ত সমাগম হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে৷ দু’দিন করিমগঞ্জ কলেজের মাঠে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাজু চৌধুরী, রাধেশ্যাম বিশ্বাস, সুদীপ পাল প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button