Barak Valley
আজ হাইলাকান্দিতে বিধানসভার উপাধ্যক্ষ
জনসংযোগ, হাইলাকান্দি, ২৪ জানুয়ারি: বিধানসভার উপাধ্যক্ষ ড. নোমাল মুমিন বৃহস্পতিবার হাইলাকান্দিতে রেশন কার্ড বন্টন করবেন। হাইলাকান্দি শহরের এস এস কলেজের মাঠে ১২২ নম্বর আলগাপুর-কাটলীছড়া বিধানসভা চক্রের নতুন রেশন কার্ড প্রাপ্তদের রেশন কার্ড তুলে দেবেন উপাধ্যক্ষ। অনুষ্ঠানটি সকাল ১১ টায় আয়োজন করা হয়েছে।