Barak Valley

আন্তর্জাতিক কবি-সাহিত্যিক সম্মেলন সমাপ্ত করিমগঞ্জে

করিমগঞ্জ : পৃথিবীর কোনও রাজনৈতিক দল বা সরকার একজন কবি তৈরী করতে পারে না৷ কবি তৈরী হয় আধ্যাত্মিক সাধনায়৷ কবিরা তাদের সংসার চিন্তা করেন না৷ রাত জেগে থাকেন সাহিত্য সাধনায়৷ ৫ নভেম্বর করিমগঞ্জ বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য মহাসভায় কথাগুলো বলেন, বাংলাদেশের বিশিষ্ট কবি-সমাজসেবী মুন্সি কবির হোসেন৷

বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ আয়োজিত সাহিত্য সভায় মুন্সি কবির মানব ধর্ম ও সমাজ ব্যবস্থা নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন৷ তিনি বলেন, সৃষ্টির মাঝেই স্রষ্টা৷ বলেন, মানব ধর্মই শ্রেষ্ট ধর্ম৷ মুন্সি কবির আরও বলেন, ভারত যদি বাংলাদেশের মুক্তি যোদ্ধাদের সাহায্য না করতো, তবে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না৷ তিনি ভারতীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

৫ নভেম্বর সকাল ১০টায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান শুরু হয়৷ সাহিত্য সভায় ভারত-বাংলাদেশের প্রায় ৩০০+ কবি-সাহিত্যিক অংশ নেন৷ প্রধান অতিথি ছিলেন মুন্সি কবির হোসেন৷

সভায় প্রায় ১০০ জন কবি নিজের লেখা কবিতা আবৃত্তি করেন৷

সন্ধ্যা ৫টায় শুরু হয় জমাটি গানের আসর৷ আসর মাতিয়ে তুলেন বাংলাদেশের শিল্পীরা৷ সভায় পৌরোহিত্য করেন কবি-সাংবাদিক নীহার রঞ্জন দেবনাথ৷

অনুষ্ঠানে ভারত-বাংলাদেশের ২০ জন বিশিষ্ট কবি-সাংবাদিকদের মায়ারানী দেবী মেমোরিয়াল আন্তর্জাতিক স্বর্ণ পদক প্রদান করা হয়৷ আসামে ঐতিহ্য ঝাঁপি তুলে দেন পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেবনাথ৷ সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন কবি মহানন্দ দত্ত সরকার৷ অনুষ্ঠানে ভারত-বাংলাদেশের প্রায় ৫০ জন কবির ২০০টি কবিতা নিয়ে ‘মানবতার রংধনু’ নামক যৌথ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়৷

Show More

Related Articles

Back to top button