Barak Valley

আরোহণ প্রকল্পে মেন্টরদের নাম নথিভুক্ত করার আহ্বান

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জের মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আরোহণ প্রকল্প চালু করার উদ্যোগ নিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব৷ এমর্মে জেলার সমস্ত বিভাগের প্রধান তথা কলেজ, হাই মাদ্রাসা ও হাইস্কুলের অধ্যক্ষদের নিকট এক পত্র প্রেরণ করেন তিনি৷ এতে সব শিক্ষাকর্মী ও কর্মচারীদের আরোহণ পোর্টালে গিয়ে ২৫ জুনের মধ্যে মেন্টর হিসাবে নাম নথিভুক্ত করতে আহ্বান জানানো হয়েছে৷ এ ব্যপারে শিক্ষাকর্মী ও কর্মচারীদের উৎসাহিত করার জন্য বিভাগের প্রধানদের অনুরোধ জানিয়েছেন জেলা কমিশনার৷

পত্র মারফৎ জাতীয় শিক্ষানীতি-২০২০ বাস্তবায়নে আসাম সরকার মাধ্যমিক স্তরের প্রতিভাধর শিক্ষার্থীদের অগ্রগতির দিকে লক্ষ্য রেখে রাজ্যব্যপী আরোহণ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷ এই প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত ১৩-১৮ বছরের শিক্ষার্থীদের তাদের কর্মজীবনের অগ্রগতি তথা সামগ্রীক বিকাশের জন্য পরিচালনা করা ও পরামর্শদান করা হবে৷

প্রতিটি জেলায় মেন্টরদের নিয়ে গঠিত হবে একটি মিলনায়তন৷ ৮ম শ্রেণির ১ম স্থানাধিকারী অর্থাৎ যে শিক্ষার্থীটি বর্তমানে ৯ম শ্রেণির পড়ুয়া সেই শিক্ষার্থী সহ নির্বাচিত শিক্ষার্থী-মেন্টিরা মেন্টরদের এই মিলনায়তনের মাধ্যমে কর্মজীবনের ক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হবে৷ মেন্টর-মেন্টির অনুপাত হবে ১ঃ১৷

পত্রদ্বারা আরও জানা যায়, এতে মেন্টর হতে পারবেন সরকারি কাজে কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত কোনও বরিষ্ঠ আধিকারিক বা কোনও অধ্যাপক বা প্রভাসক বা কর্মচারী বা বিদ্যালয়ের কোনও প্রাক্তনী বা স্নাতকোত্তর স্তরের কোনও শিক্ষার্থী বা নিজস্ব ব্যবসা বিদ্যমান কোনো উদ্যোক্তা বা দেশে কিংবা বিদেশে পেশা বা কর্পোরেটের সঙ্গে যুক্ত অসমের যে কোনও বাসিন্দা৷

মেন্টরদের ভূমিকা হবে প্রথমে নির্দিষ্ট পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করা, নিরবিচ্ছিন্ন ভাবে শিক্ষার্থীদের উৎসাহ ও পরামর্শ দেওয়া, মেন্টিদের অগ্রগতি ও অধ্যয়নরত শিক্ষার পরিসমাপ্তি সুনিশ্চিত করা, মিশ্রিত পদ্ধতিতে মেন্টিদের নিয়মিতভাবে সহায়তা ও পরিচালনা কর, মেন্টিদের কর্মজীবনের নির্দেশিকা প্রদান করা, প্রতিটি মেন্টির ক্রিয়াকলাপ ও ধারাবাহিক অগ্রগতির নিরিখ লিপিবদ্ধ করা, মেন্টিদের অগ্রগতি সম্পর্কে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবকদের নিয়মিত অবহিত করা৷

Show More

Related Articles

Back to top button