আলগাপুর জিপি এবং উত্তর কাঞ্চনপুর জিপিতে সংকল্প যাত্রা

জনসংযোগ, হাইলাকান্দি, ২১ ডিসেম্বর : হাইলাকান্দি জেলায় বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে জিপিগুলিতে আয়োজিত বিভিন্ন কার্যসূচির অঙ্গ হিসাবে বৃহস্পতিবার আলগাপুর জিপি এবং উত্তর কাঞ্চনপুর জিপিতে পৃথক পৃথক বিশেষ সভার আয়োজন করা হয়।
এই উপলক্ষে উভয় জিপিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণের চিত্র তুলে ধরতে স্টল খোলা হয়। এতে ওই প্রকল্পগুলির যোগ্য হিতাধিকারীদের নামও নথিভুক্ত করা হয় যাতে করে পরবর্তীতে প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়। সভা গুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়নের ফলে উপকৃত ব্যক্তিরা তাদের সাফল্যের কাহিনী তুলে ধরেন।
পাশাপাশি সমগ্র দেশে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়ণের ফলে জনসাধারণ কিভাবে লাভবান হচ্ছেন তা তুলে ধরা হয় কেন্দ্রীয় সরকারের প্রচার গাড়ির মাধ্যমে। উভয় জিপিতে বৃহস্পতিবারের সংকল্প যাত্রায় ৩৩০ টিরও বেশি আয়ুষ্মান কার্ড বন্টন করা হয। স্বাস্থ্য বিভাগের শিবিরে ১৬০ জন কে চিকিৎসা করা হয় বৃহস্পতিবার ।শিবির গুলিতে ড্রোন প্রদর্শনীর মাধ্যমে কৃষি বিভাগে কিভাবে রাসায়নিক কীটনাশক এবং রাসায়নিক সার প্রয়োগ করা হয় তা প্রদর্শন করা হয় ।উল্লেখ্য ড্রোনেরমাধ্যমে সারর এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে খরচের সাশ্রয় হয়।
এদিকে শুক্রবার অর্থাৎ ২২ ডিসেম্বর চিপরসাঙ্গন জিপির জে বি এম ই মাদ্রাসায় সকাল সাড়ে নয়টায় এবং পাঁচগ্রাম জিপির সীতারাম এমি স্কুলে বেলা দেড়টায় অনুরূপ বিকশিত ভারত সংকল্প যাত্রা আয়োজন করা হয়েছে। ওই দুই জিপির জনসাধারণকে তাদের সংশ্লিষ্ট সংকল্প যাত্রার সভায় উপস্থিত থাকতে আবেদন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।