Barak Valley

ই-রিক্সায় স্টিকার অভিযান, বিভিন্ন নিয়ম বেঁধে দিল অ্যাসেসিয়শন

করিমগঞ্জ : করিমগঞ্জ শহরে যানজটের এক বিরাট সমস্যা দেখা দিয়েছে৷ একদিকে প্রতিদিন নতুন যানবাহন রাস্তায় নামছে৷ অনেক চেষ্টা করেও যানজট সমস্যা নিরসনে ব্যর্থ বিভিন্ন সংস্থা৷ এবার করিমগঞ্জ ই-রিক্সা ওনার্স অ্যাসেসিয়শন এক পদক্ষেপ গ্রহণ করেছে৷ জেলা প্রশাসনের অনুমতিতে অ্যাসেসিয়শন ই-রিক্সার জন্য একটি স্টিকার অভিযান শুরু করেছে৷

বুধবার করিমগঞ্জের পাবলিক স্কুলের খেলার মাঠে সকালে আনুষ্ঠানিক ভাবে স্টিকার অভিযান শুরু করা হয়৷ ই-রিক্সায় একটি নম্বরের স্টিকার লাগানো হয়৷

ই-রিক্সা অ্যাসেসিয়শনের সভাপতি ভট্টাচার্য ও উপদেষ্টা খোকন রায় জানান, করিমগঞ্জের শহরাঞ্চল, নিলামবাজার, কালীগঞ্জে ই-রিক্সা চলে৷ বিশ্বনাথ, জাগি রোডেও চলে৷ অনেক ই-রিক্সা রয়েছে যার কোন কাগজ নেই৷ এধরনের ই-রিক্সা চিহ্নিত করা সহজ হবে৷ এরজন্য কিছু নিয়ম রাখা হয়েছে৷

অভিযানে উপস্থিত ছিলেন অজিত বিশ্বাস, কামাক্ষ্যা আচার্য, বিভাস কান্তি সেন, সুমন নাথ, সঞ্জু দে, বিপ্লু দাস প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button