উচ্চ মাধ্যমিকে উত্তর করিমগঞ্জের সেরা নম্বরপ্রাপ্ত পড়ুয়াদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, সুতারকান্দি : ২০২৩-২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তর করিমগঞ্জের সেরা নম্বরপ্রাপ্ত পড়ুয়াদের সংবর্ধনা জানালো সর্বধর্ম সমন্বয় সেবা৷ মঙ্গলবার সুতারকান্দি মডেল স্কুল প্রেক্ষাগৃহে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়৷ করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্স থেকে ৯১% প্রিয়ঙ্কা নাথ, ফকিরাবাজার রয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে ৯০.২০% রাশিনা বেগম চৌধুরী ও আসাম পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের মিছমা বেগম রুমাকে উত্তরীয় দিয়ে বরণের পাশাপাশি শংসাপত্র সহ নানা উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হুসেন৷ সঙ্গে দেওয়া হয় মানপত্রও৷ বিভিন্ন উপহার সামগ্রীর পাশাপাশি কৃতী ছাত্রীদের হাতে কিছু নগদ অর্থও তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানে উৎসাহ প্রদানের জন্য উপহার সামগ্রী প্রদান করা হয় একাংশ কলেজ পড়ুয়াকেও৷