Barak Valley

উত্তর করিমগঞ্জের ৩টি সভাগৃহের নির্মাণ কাজের ফলক উম্মোচন

করিমগঞ্জ : করিমগঞ্জের ৩টি মন্দিরের সভাগৃহ নির্মাণ কাজের ফলক উম্মোচন করলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ সোমবার তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্যাটেলনগর কালীবাড়ি, জারাপাতা কালীবাড়ি ও প্রকাশপুর ভৈরববাড়ির কাজের৷ রাজ্য সরকারের ২০২১-২২ অর্থ বছরের Department of AC & BC থেকে প্রতিটি সভাগৃহ নির্মাণের জন্য ৫ লক্ষ টাকা করে বরাদ্দ হয়৷

৩টি মন্দিরের সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, ভক্তবৃন্দের দীর্ঘদিনের দাবি ছিল মন্দিরের সভাগৃহ নির্মাণের৷ সেই দাবি পূরণ হতে চলেছে৷ ইতিমধ্যেই ভক্তদের সহযোগিতা নিয়ে মন্দিরের অনেকটা উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে৷

বিধায়ক বলেন, কাজের শেষ নেই৷ আমাদের আরও অনেক কাজ করতে হবে৷

বলেন, বিধায়ক হিসেবে আগামীতেও তাঁর সবধরনের সহযোগিতা থাকবে৷ আগামীদিনে কীভাবে বাকি কাজগুলো শেষ করা যায়, তার জন্য যে ধরনের ভূমিকা নেওয়া দরকার তা নেওয়া হবে৷

বক্তব্য রাখেন মাইজগ্রাম-সুতারকান্দি জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি বজলুল হক চৌধুরী৷ ছিলেন অনিরুদ্ধ রায় চৌধুরী, কৌশিক দাস, শুভম পাল সহ অনেকে৷

Show More

Related Articles

Back to top button