উত্তর করিমগঞ্জে বিধানসভাভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম ২৯-৩১ ডিসেম্বর

করিমগঞ্জ : উত্তর করিমগঞ্জ বিধানসভার কেন্দ্রভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রতিযোগিতা আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে৷ এ মর্মে গত ২৫ ডিসেম্বর, করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটির চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷
আগামী ২৯ ডিসেম্বর সকাল ৯টায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ প্রাঙ্গণ এবং শহরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুর সহ অন্যান্য মনীষীদের মর্মর মূর্তি সহ শহিদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে৷ বেলা ১০টায় পতাকা উত্তোলন, ১০:৩০টায় প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সভার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক মহাসংগ্রাম কার্যসূচির আনুষ্ঠানিক সূচনা হবে৷
মূলত ৬টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে৷ এরমধ্যে রবীন্দ্র সংগীত, ভূপেন্দ্র সংগীত, জ্যোতি সংগীত ও রাভা সংগীত ছাড়াও রয়েছে বিহু নৃত্য ও লোক নৃত্য প্রতিযোগিতা৷ সোমবারের প্রস্তুতি সভায় করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্র দেব, উত্তর করিমগঞ্জের Asst. BDO নিশীথ রঞ্জন নাথ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রণধীর রায়, নৃত্যশিল্পী সুলেখা দত্ত চৌধুরী প্রমুখ এবং উত্তর করিমগঞ্জের ১৭টি জিপি থেকে আগত জিপি সভাপতি, সচিব, করিমগঞ্জ পৌরসভার কমিশনার এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন৷
আগামী ২৯-৩১ ডিসেম্বর এই ৩ দিন উত্তর করিমগঞ্জ বিধানসভার প্রতিযোগিতা হবে৷ সমাপনী হবে আগামী ৩১ ডিসেম্বর৷
ওইদিন বেলা ১টায় সমাপণী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ, বিশিষ্ট শিল্পীদের সংবর্ধনা জ্ঞাপন এবং স্মরণিকা উন্মোচন ইত্যাদি কার্যসূচি থাকবে বলে জানান সুব্রত৷ উত্তর করিমগঞ্জ কেন্দ্রভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রাম মহাসচিবের দায়িত্বে রয়েছেন উত্তর করিমগঞ্জের BDO অঞ্জনা পাল৷ জেলা প্রশাসন থেকে দায়িত্বে রয়েছেন করিমগঞ্জের সহকারী আয়ুক্ত তথা DCDO প্রিয়াঙ্কা ইয়ুমনাম৷