করিমগঞ্জে যোগ দিবস উপলক্ষে ১৯ জুন থেকে শহরের সরস্বতী বিদ্যানিকেতনে জেলাভিত্তিক যোগাসন প্রতিযোগিতা

জনসংযোগ, করিমগঞ্জ, ১৬ জুন : আগামী ২১ জুন বুধবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে করিমগঞ্জের ডিএসএ ইনডোর স্টেডিয়ামে এই দিবস পালন করা হবে। করিমগঞ্জের স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ও জেলা স্বাস্থ্য সমিতির সদস্য সচিব জানিয়েছেন, এই দিবস পালন উপলক্ষে ১৯ জুন বেলা ১ টা ৩০ মিনিট থেকে করিমগঞ্জ শহরের সরস্বতী বিদ্যানিকেতনে জেলা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এতে চারটি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যার মধ্যে এ ক্যাটাগরিতে বয়সসীমা ১০ বছর পর্যন্ত, বি ক্যাটাগরিতে বয়স ১০ বছর ১দিন থেকে ১৮ বছর, সি ক্যাটাগরিতে ১৮ বছর ১দিন থেকে ৩৫ বছর এবং ডি ক্যাটাগরিতে ৩৫ বছরের উর্ধের প্রতিযোগীরা এককভাবে অংশগ্রহণ করতে পারবে।

এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা গুয়াহাটিতে অনুষ্ঠিত রাজ্যিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এদিকে যোগ দিবস উপলক্ষে করিমগঞ্জের মূল অনুষ্ঠান ২১ জুন, বুধবার সকাল ৬ টা ৪৫ মিনিটে করিমগঞ্জ ডিএসএ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জেলার ছাত্র-ছাত্রীসহ সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।