উন্মোচিত কবি অর্পিতা দাসের প্রথম কাব্যগ্রন্থ ‘একান্তে মেঘবালিকা’
করিমগঞ্জ : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে উন্মোচিত হল নতুন প্রজন্মের কবি লেখিকা ড. অর্পিতা রাণি দাসের প্রথম কাব্যগ্রন্থ ‘একান্তে মেঘবালিকা’৷
বরাক উপত্যকার কাব্য চর্চার জগতে কবি অর্পিতার এই কাব্যগ্রন্থ এক নতুন সংযোজন৷ কবিতায় উঠে আসা সমসাময়িক সময়ের চিত্র কাব্যগ্রন্থটিকে সমৃদ্ধ করে তুলেছে৷ কবি কবিতা লেখেন শনবিলের ঢেউয়ে উদ্বেল করা আবেগ নিয়ে, কবিতা লেখেন মানু্ষ এবং প্রকৃতিকে ভালোবেসে৷ কবিতায় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা৷ মানুষকে ভালোবাসার নামই তো জীবন৷ আর কবি খুব সচেতন ভাবেই তাঁর কবিতায় এই দিকটি তুলে ধরার চেষ্টা করেছেন৷
সম্মেলনের ৩য় দিনে গ্রন্থ উন্মোচনের সময় উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. রাধিকারঞ্জন চক্রবর্তী, দ্বিবার্ষিক অধিবেশনের অভ্যর্থনা সমিতির কার্যকরী সভাপতি ড. সব্যসাচী রায়, সতু রায়, ড. জন্মজিৎ রায় প্রমুখ৷ পেশায় শিক্ষিকা-কবি-লেখিকা অর্পিতার কবিতা পাঠক সমাজে সমাদৃত হবে বলে অনেকেই মনে করেছেন৷