Barak ValleyLifestyle

মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বাকে ভর্তি সিভিলে

করিমগঞ্জ : মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা উদ্ধার হল করিমগঞ্জে৷ করিমগঞ্জ সিভিল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায় ৭ মাসের অন্তঃসত্ত্বা তিনি৷ তাই তাঁকে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এদিন সকাল থেকেই মানসিক ভারসাম্যহীন মহিলার গর্ভবতী হওয়ার খবর ছড়িয়ে পড়ে৷

ভবঘুরে মহিলা গর্ভবতী হওয়া নিয়ে শুরু হয়েছে চর্চা৷ এ নিয়ে তোলপাড়৷

উদ্ধার হওয়া ওই মানসিক ভারসাম্যহীন গর্ভবতী মহিলাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন করিমগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব সুজন দেবরায় সহ রবিনহুড আর্মি করিমগঞ্জের সদস্যরা৷ রবিবার সকালে এলংজুরি থেকে তাকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা করে ভর্তি করা হয়েছে সিভিল হাসপাতালে৷

এরপর হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ স্বাস্থ্য পরীক্ষা করলে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে৷ তখন তাকে ভর্তি করা হয় হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে৷ বর্তমানে রবিনহুড আর্মির ২ সদস্য রয়েছেন মহিলার সঙ্গে৷

করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, বিষয়টি জানতে পেরে তিনি সঙ্গে সঙ্গে করিমগঞ্জের জেলাশাসকের সঙ্গে আলোচনা করেন৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার সিভিল হাসপাতাল থেকে মহিলাকে নিয়ে যাওয়া হবে শিলচরে থাকা সরকারি আশ্রয় কেন্দ্রে৷

Show More

Related Articles

Back to top button