Barak Valley

ডাস্টবিনে বাংলা ব্যবহারের প্রতিশ্রুতি উপ-পৌরপতির

করিমগঞ্জ, ১ সেপ্টেম্বর : ‘স্বচ্ছ ভারত অভিযান’র অধীনে কয়েকটি গাড়ি এল করিমগঞ্জ পৌরসভায়৷ এগুলো সরিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে পৌরসভা কার্যালয়ের কাছেই৷ এরমধ্যে থাকা ডাস্টবিনে অসমিয়ায় লেখা আছে — ‘শুকান’ আর ‘ভিজা’৷ রয়েছে দু’টি বাক্স৷ একটিতে ফেলা হবে শুকনো আবর্জনা৷ অন্যটিতে যাবে তরল বস্তু৷ এছাড়াও অসমিয়ায় লেখা রয়েছে ‘স্বচ্ছ ভাৰত অভিযান (নগৰাঞ্চল) অসম’৷ এখন পর্যন্ত এগুলো ব্যবহৃত রয়েছে৷

Note: Panchajanya Roy.

এনিয়ে বরাকবঙ্গের করিমগঞ্জ শহর সমিতি সভাপতি সৌমিত্র পাল, সম্পাদক নীলজ কান্তি দাস ও অরূপ রায় সাক্ষাৎ করেন পৌরসভার উপ-পৌরপতির সঙ্গে৷ তাঁরা এসব গাড়িতে থাকা ডাস্টবিনে অসমিয়ার একচ্ছত্র ব্যবহার নিয়ে আপত্তি জানান৷ তাঁরা গাড়ি গুলিতে বাংলা ব্যবহারের দাবি জানান৷

এদিকে, তাঁদের দাবির প্রতি সমর্থন জানিয়ে উপ-পৌরপতি সুখেন্দু দাস বাংলা ব্যবহারের আশ্বাস দেন৷ ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয়, দেন সেই প্রতিশ্রতিও৷ তাঁর এমন পদক্ষেপে সন্তোষ ব্যক্ত করেছেন বরাক বঙ্গের প্রতিনিধিরা৷

Show More

Related Articles

Back to top button