Barak Valley

উৎসাহ উদ্দীপনায় প্রজাতন্ত্র দিবস উদযাপন করিমগঞ্জ কংগ্রেসের

করিমগঞ্জ : প্রতি বছরের মতো এবারও করিমগঞ্জ জেলা কংগ্রেস প্রজাতন্ত্র দিবস পালন করে৷ শুক্রবার ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল ৮টায় জেলা কংগ্রেস ভবনের সামনে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ বিভিন্ন কংগ্রেসীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি রজত চক্রবর্তী৷ এরপর সবাই মিলে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন৷ এদিন করিমগঞ্জ স্টেশন রোডে থাকা মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, সভাপতি রজত চক্রবর্তী সহ বিভিন্ন কংগ্রেসীরা৷ সভাপতি রজত চক্রবর্তী বলেন, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দেশে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করা হয়৷ কিন্তু দেশে সঠিকভাবে সংবিধান রক্ষা করা হচ্ছে, সেটা নিয়ে সন্দেহ রয়েছে৷ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, জাতীয় পতাকা উত্তোলন করেই দায়িত্ব শেষ নয়৷ যে উদ্দেশ্যে সংবিধান লেখা হয়েছিল, সেই উদ্দেশ্য যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়৷ যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, তাদের যেন প্রকৃত সম্মান দেওয়া হয়, এই দাবি জানান তিনি৷ তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস পুরকায়স্থ, নবেন্দু শর্মা পুরকায়স্থ, সুব্রত দেব, শুভংকর দাস, রিনা চক্রবর্তী, দেবজ্যোতি দাস প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button