ঋত্বিজের চলচ্চিত্র উৎসব শুরু করিমগঞ্জে
করিমগঞ্জ : ঋত্বিজের উদ্যোগে করিমগঞ্জে চলচ্চিত্র উৎসবের সূচনা হলো৷ জেলা গ্রন্থাগার মিলানায়তনে শনিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. অনিন্দ্য সেন৷ এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণিকা উন্মোচন ও সুজিত চৌধুরী স্মারক বক্তৃতানুষ্ঠান আয়োজিত হয়৷ আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের পর অতিথি বরণ এবং শিল্পী সংহিতা চৌধুরীর উদ্বোধনী সঙ্গীতের পর স্মরণিকার উন্মোচন করা হয়৷ ঋত্বিজের সভাপতি ড. নির্মল সরকার, সম্পাদক অপূর্ব বণিক সহ অন্যান্যদের উপস্থিতিতে মুখ্য অতিথি অনিন্দ্য সেন স্মরণিক উন্মোচন করেন৷ ৭ম সুজিত চৌধুরী স্মারক বক্তৃতায় ‘অন্য জগতের চলচিত্র : কল্প বিজ্ঞানের উত্থান’ শীর্ষক বিষয়ে আলোকপাত করেন অধ্যাপক ড. অনিন্দ্য সেন৷ এদিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মৌমিতা দাশগুপ্ত৷ ঋত্বিজের উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসবে ২৮-৩১ জানুয়ারি পর্যন্ত জেলা গ্রন্থাগার মিলনায়তনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের মোট ২৪টি বিভিন্ন ভাষার ছবি প্রদর্শিত হবে৷