World

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু

ঢাকা : রাজাকার দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু হয়েছে। আর সোশ্যাল মিডিয়া, বাস্তবে চলছে যুদ্ধ। দেলোয়ারের জন্য কান্না করা ব্যক্তিদের চিহ্নিত করে চলছে ব্লক আর আনফ্রেণ্ড করার কাজ। একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন।

জানা যায়, কাশিমপুর কারাগারে থাকা সাঈদী অসুস্থ হয়ে পড়লে রবিবার তাকে গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। এবং পরে রাতে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই বাংলাদেশের সময় রাত ৮টা ৪০ মিনিটে মারা যান। দেলোয়ার হার্টের পেশেন্ট ছিলেন, সাথে ডায়াবেটিস।

Show More

Related Articles

Back to top button