এভীবিপি জয়পুর শাখা স্বারম্বরে পালন করলো ৭৭ তম স্বাধীনতা দিবস
শুভ্রজিত আচার্য্য, জয়পুর: : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাছাড় জেলার জয়পুর শাখার উদ্যোগে পালিত হল ৭৭তম স্বাধীনতা দিবস। প্রথমে সকাল ৭:৪৫ মিনিটে পরিষদের কার্যকর্তার রাষ্ট্রীয় ধ্বজ অর্থাৎ জাতীয় পতাকা উত্তোলন করেন। ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করতে গিয়ে সংগ্রামীদের ভারত মায়ের রক্ষার্থে নিজেদের প্রাণ বলিদানের কথা তুলে ধরেন পরিষদের সভাপতি বাবুল বিশ্বাস।
পরবর্তীকালে এভীবিপি জয়পুর শাখার দ্বারা বিনাপানি বিদ্যানিকেতন কচিকাঁচাদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় ২৫ জন শিল্পী। অনুষ্ঠানের শেষে সবাইকে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জয়পুর শাখার সভাপতি বাবুল বিশ্বাস, সহসভাপতি বিভাষ দেবরায়, সম্পাদক সুমন চক্রবর্তী, পরিষদের রাজ্যিক কমিটির সদস্যা প্রিয়ংকা দাস, ত্রিদীপ বর্মণ, মনোজ পাণ্ডে, মধুমতি আচার্য , লাভি নাথ, দীপু দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রিয়া চন্দ।