কংগ্রেস সংখ্যালঘুদের সঙ্গে শুধু প্রতারণাই করে গেছে : কৃষ্ণেন্দু
রামকৃষ্ণনগর : স্বাধীনতার ৭০ বছর ধরে সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করে আসছে কংগ্রেস৷ কংগ্রেসের Vote Bank হিসেবে কাজ করে এলেও ওই সমাজের উন্নয়ন হয়নি৷ রাতাবাড়ির কাজিরবাজার জিপি পাথারকান্দি বিধানসভায় অন্তর্ভুক্তির পর আজ প্রথম ওই এলাকায় এসে এ মন্তব্য করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ বিধায়ক বলেছেন, বিজেপি সরকার বনজ সম্পদ রক্ষা করতে বনাঞ্চল থেকে জবরদখলকারীদের উচ্ছেদ করছে এবং এটা চলতে থাকবে৷ বনাঞ্চলে বসবাস করে অন্যদের অসুবিধার সৃষ্টি করলে উচ্ছেদ হবেই৷ তিনি প্রশ্ন তোলেন, কংগ্রেস যদি এতই জনদরদি তাহলে যারা ভূমিহীন তাদের স্বাধীনতার ৭০ বছরে জমির পাট্টা কেন দেয়নি দল৷
এ দিন করিমগঞ্জ জেলা সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক জুনেল হাসানের উদ্যোগে কাজিরবাজার জিপির স্টার একাডমিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু৷ বিধায়ক তাঁর বক্তব্যে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদ ও বদরুদ্দিন আজমলকেও একহাত নেন৷ বলেন, যাদের ভোট নিয়ে রাজনীতি, সেই গরীব দুস্থ ভূমিহীনদের পাট্টা দিতে পারেননি তারা৷ অথচ নিজের হাজার হাজার জমির পাট্টা নিয়ে এসেছেন৷ বিধায়ক বলেন, বিজেপির আমলে ভাল মানুষের ভয়ের কোন কারণ নেই৷ কিন্তু যারা অপরাধী তাদের রেয়াত করা হবে না৷ তবে আপনাদের সুখে-দুঃখে আমাদের পাশে পাবেন৷ বিজেপি আবারও ক্ষমতায় আসছে দাবি করেন বিধায়ক৷ এদিন বিজেপির সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক জুনেল হাসান দল ও বিধায়ক কৃষ্ণেন্দু পালের কাজের ভূয়সী প্রশংসা করেছেন৷