কবিতা দিবস পালন বদরপুর বরাকবঙ্গের

বদরপুর : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের বদরপুর আঞ্চলিক সমিতি গত ২১ মার্চ সন্ধ্যায় মহর্ষি সন্দীপন বিদ্যাপীঠের প্রেক্ষাগৃহে বিশ্ব কবিতা দিবস উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করে৷
কর্মসূচির সূচনা হয় এ বছরের নবাগত সদস্যদের আঞ্চলিক সমিতির ব্যাজ পরিয়ে বরণ করার মধ্য দিয়ে৷ অনুষ্ঠানে কচিকাঁচাদের আবৃত্তি কবি শঙ্খ ঘোষের বিখ্যাত কবিতা ‘বাবু মশাই’ সবার নজর কাড়ে৷ সদস্যদের মধ্যে কবিতা পাঠ করেন রুমা ভট্টাচার্য, ইন্দ্রাণী রক্ষিত সরকার, সুতপা মুখার্জি, সুস্মিতা নাথ, বর্ণশ্রী বক্সি, পরিমল কর্মকার, দয়ালচন্দ্র সরকার, মধুমিতা চক্রবর্তী, রূপালি মালাকার, সোমা কর্মকার, সম্রাজ্ঞী কর্মকার, জয়ন্তী কর্মকার, ক্ষীতিশ চন্দ্র নাথ প্রমুখ৷ দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুণ কুমার সেন, নিত্যানন্দ ভট্টাচার্য, পীযূষ মজুমদার, দিগ্বিজয় সরকার, রাজীব ঘোষ প্রমুখ৷ রুমা ভট্টাচার্য, ইন্দ্রাণী রক্ষিত সরকার কবিতা আবৃত্তির পাশাপাশি ছাত্রছাত্রীদের দিয়ে দু’টি কবিতা পরিবেশন করেন৷ যা অনুষ্ঠানের নান্দনিকতা বাড়িয়ে দেয়৷
উপস্থিত ছিলেন সীমা ঘোষ, অঞ্জনা পোদ্দার, পিংকু মালাকার, অমিতাভ পাল, প্রিয়াঙ্কা পাল, বিপ্লব কর্মকার, অজয় পুরকায়স্থ প্রমুখ৷ অনুষ্ঠান সঞ্চানলা করেন সম্পাদক অশোক জ্যোতি৷ শেষ পর্বে সভাপতি সুব্রত ঘোষ সমিতির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন৷ পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়৷