Barak Valley

কবি সুকান্তের মূর্তির ক্ষতি, প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আর্জি

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবন প্রাঙ্গণে থাকা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তির ক্ষতি করায় এনিয়ে সোচ্চার হল রবাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির করিমগঞ্জ জেলা কমিটি৷ মঙ্গলবার করিমগঞ্জের অতিরিক্ত জেলা শাসকের কাছে এনিয়ে স্মারকপত্র তুলে দেন সংগঠনের কর্মকর্তারা৷ কান্ডে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা৷

পরে সংবাদমাধ্যমে কর্মকর্তারা বলেন, গ্রন্থাগার ভবন প্রাঙ্গণে থাকা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তি ক্ষতি করার ঘটনা উদ্বেগজনক৷ যারা এ ধরনের কাজ করেছে প্রশাসনের উচিত এদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা৷ সমিতির কর্মকর্তারা সংঘটিত এই জঘন্য ঘটনার ধিক্কার ও নিন্দা জানিয়েছেন৷

কর্মকর্তারা আরও অভিযোগ করেন, জেলা গ্রন্থাগারের ২টি প্রবেশপথ থাকলে বড় গেট সব সময় বন্ধ থাকে৷ রাতে পর্যাপ্ত আলো থাকছে না৷ অন্ধকারের সুযোগে দুষ্কৃতীরা মারাত্মক অপরাধ সংঘটিত করছে৷ পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ নজরদারির ব্যবস্থা করতে জেলা প্রশাসন সহ পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা৷

সমিতির পক্ষে উপস্থিত ছিলেন গৌতম চৌধুরী, নির্মাল্য দাস সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button