Barak Valley
কমিশনের কাউন্টিং অবজারভার হাইলাকান্দিতে
জনসংযোগ, হাইলাকান্দি, ১ জুন : করিমগঞ্জ লোকসভা আসনের অধীন হাইলাকান্দি জেলার দুইটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য নির্বাচন কমিশনের নিযুক্ত কাউন্টিং অবজারভার এস.টানাইয়ায়ান শনিবার হাইলাকান্দি এসে পৌঁছেছেন। তিনি লোকসভা ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত হাইলাকান্দি অবস্থান করবেন। উল্লেখ্য, আগামী মঙ্গলবার হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল হাইয়ার সেকেন্ডারি স্কুলে সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হবে।