Barak Valley
করিমগঞ্জের ইচাবিলে বাইক-অল্টো সংঘর্ষে গুরতর আহত এক
বাজারিছড়া : বাজারিছড়ার ইচাবিলে বাইক-অল্টো মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত হলেন এক বাইক চালক। তাঁর নাম মাইকেল চড়াই (২৭)। তাঁর বাড়ি স্থানীয় বালিপিপলা জিপির মাগুরাপুঞ্জিতে।
মঙ্গলবার দুপুরে কটামণি থেকে বাইক চালিয়ে মাগুরাপুঞ্জিতে যাওয়ার পথে মাইকেল যখন ইচাবিল বাজার এলাকা অতিক্রম করছিলেন, তখন বিপরীত দিক থেকে আগত একটি অল্টো কার তার বাইকে ধাক্কা দেয়। এতে বাইক সমেত চালক সড়কের উপর লুটিয়ে পড়ে আহত হন। সংঘর্ষে বাইক ও অল্টো, দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিত্সার জন্য তড়িঘড়ি মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্রসি অ্যান্ড জেনারেল হসপিটালে প্রেরণ করেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাজারিছড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও কার নিজেদের হেফাজতে নিয়েছে।