করিমগঞ্জের কাঁঠালতলিতে পুলিশের অভিযানে গ্রেফতার সুদখোর
বাজারিছড়া : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন কাঁঠালতলিতে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে এক সুদখোর। গ্রেফতারকৃত সুদখোর মারুগাঁও গ্ৰামের জনৈক মইনুল হক (৬২)।
রাজ্যে সুদখোরদের বিরুদ্ধে অভিযান চালাতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা অতিসম্প্রতি পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছিলেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে অভিযানে নামে পুলিশ। গত দুদিন থেকে করিমগঞ্জ জেলায়ও চলে সুদখোরদের বিরুদ্ধে পুলিশি অভিযান। এরই অঙ্গ হিসেবে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে প্রায় দশটা নাগাদ বাজারিছড়া থানার অন্তৰ্গত কাঁঠালতলি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ রিণ্টু গগৈ দলবল নিয়ে মারুগাঁও গ্রামে জনৈক মইনুল হকের বাড়িতে হানা দিয়ে তাকে আটক করেন।
কাঁঠালতলি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ রিণ্টু গগৈ জানান, গতকাল রাতে সংগঠিত অভিযানে ধৃত মইনুল হকের ঘর থেকে সুদের সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু প্ৰামাণিক ও আপত্তিজনক নথিপত্ৰ তাঁরা বাজেয়াপ্ত করেছেন। মইনুল হককে রাতেই বাজারিছড়া থানায় নিয়ে আসা হয়। আজ বুধবার তাকে করিমগঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে, জানান তিনি।