করিমগঞ্জের চুড়াইবাড়িতে ১৫ লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত, গ্রেফতার দুই

বাজারিছড়া : অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন অসম-ত্রিপুরা সীমান্তবর্তী চুড়াইবাড়ি চেকগেটে ১৫ লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, আজ সোমবার সকালে এএস ০১ আরসি ১৮৮১ নম্বরের অনলাইন পণ্যসামগ্রী বোঝাই দশ চাকার একটি লরি চেকগেটে আসে। গাড়িটি গুয়াহাটি থেকে ত্রিপুরায় যাচ্ছিল। গেটে কর্তব্যরত পুলিশ কর্মীরা লরিতে তালাশি চালিয়ে বিভিন্ন পণ্য সামগ্রীর আড়াল থেকে দশ কার্টুনে ১,৬০০ শিশি কফ সিরাপ উদ্ধার করেছেন। উদ্ধারকৃত কফ সিরাপগুলির বাজারমূল্য ১৫ লক্ষাধিক টাকা। এর সঙ্গে নিষিদ্ধ সামগ্রী পাচারে ব্যবহৃত লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি তার চালক বারওয়েল লিংডো এবং সহচালককে সিবরলাং তালংকে আটক করে পুলিশ। উভয়ের বাড়ি মেঘালয়ে।
পুলিশ অফিসার জানান, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের গ্রেফতার করা হয়েছে।