SportsBarak Valley

করিমগঞ্জে ফ্লাড লাইটের উদ্বোধন আজ

করিমগঞ্জ : করিমগঞ্জ DSA Stadium ফ্লাড লাইটের উদ্বোধন হচ্ছে আগামীকাল৷ সরকারি স্কুলের মাঠে এবছরই সম্পূর্ণ হয়েছে ফ্লাড লাইটের কাজ৷ ইতিমধ্যে একাধিকবার পরীক্ষামূলক জ্বালানোও হয়েছে৷ এর মধ্যে ২৪ এপ্রিল ২০২৩ তারিখে প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্বরা মাঠে হাজিরও ছিলেন৷ তবে আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা যেন শেষ হচ্ছিল না৷ কাল স্যুইচ টিপে সেই পর্ব সেরে নেওয়া হবে৷ এ উপলক্ষে অসম অ্যাথলেটিক্স সংস্থার সচিব গীতার্থ গোস্বামী করিমগঞ্জে আসছেন৷ আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নন্দিতা গারলোসা এবং বরাকে একমাত্র মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷ তবে তাঁরা থাকছেন কি না এখনও নিশ্চিত হয়নি৷

কাল থেকে শুরু হচ্ছে DSA-র বার্ষিক অ্যাথলেটিক্স৷ নৈশ্যলোকেই শুরু হবে এবারের আসর৷ ১ম দিন রিলে রেসের একাধিক event হওয়ার কথা৷ মশাল নিয়ে ১টি মার্চপাস্টও আয়োজন করা হবে৷ এতে মূলত বিভিন্ন সময়ে অসম রাজ্য দলে প্রতিনিধিত্ব করা করিমগঞ্জের খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন৷ এছাড়া ফ্লাডলাইটের আলোয় সম্মানিত করা হবে সেইসব খেলোয়াড়দের যার সাম্প্রতিক সময়ে করিমগঞ্জের ক্রীড়াঙ্গনকে আলোকিত করেছেন৷ এই তালিকায় রয়েছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফি ক্রিকেটে প্রতিনিধিত্ব করা সৌরভ দে, সাব-জুনিয়র ফুটবলে অসমের প্রতিনিধিত্ব করা মহম্মদ আব্দুল্লা, অনূর্ধ্ব ১৯ রাজ্য ক্রিকেটে খেলা অরিজিৎ দত্ত, মেয়েদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে রাজ্য দলের সদস্য বাবলি দাস ও নেহা চন্দ, অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে কালঞ্জয়ী দাস ও রিমা বাসফর৷ এছাড়া দাবায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার ছাড়পত্র পাওয়া সৈয়দ মেহদিকেও সম্মানিত করা হবে৷

আরও একপ্রস্ত ফ্লাড লাইট জ্বারানো হয়েছে৷ শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য করিমগঞ্জ DSA সচিব সুদীপ চক্রবর্তী ও তাঁর টিমকে আজ সারাদিন দৌড়ঝাঁপ করতে দেখা গেছে৷ প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ফ্লাড লাইটের শিলান্যাস করেন৷ আর এর কাজে হাত দেওয়া হয় ২০২২-র জুলাইয়ে৷ ৪টি পোলে ৩৬টি করে বাল্ব লাগানো হয়েছে৷ প্রতিটি বাল্বের ক্ষমতা ৯৪০ ওয়াট৷

Show More

Related Articles

Back to top button