করিমগঞ্জের ত্ৰিপুরা সীমান্তবর্তী চুড়াইবাড়িতে প্রায় তিন কোটি টাকার ফেন্সিডাইল উদ্ধার
বাজারিছড়া : করিমগঞ্জ জেলার অসম-ত্ৰিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়িতে আবারও উদ্ধার হয়েছে নেশার কফ সিরাপ ফেন্সিডাইল। এবার উদ্ধার হয়েছে প্রায় তিন কোটি টাকার মাদক কফ সিরাপ। এগুলি ত্রিপুরায় পাচারের পরিকল্পনা ছিল।
চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, আজ বুধবার সকালে ত্রিপুরাগামী আন্তঃরাজ্য সীমান্তে চেকপোস্টের এ-পারে সন্দেহের বশে টিআর ০১ এআর ১৭৩০ নম্বরের ছয় চাকার চাল বোঝাই একটি লরিতে তালাশি চালিয়েছিলেন তাঁরা।
লরিতে কোনও চালক বা সহ-চালক ছিল না, প্রায় পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে দাঁড় করানো ছিল লরিটি। তাঁর নেতৃত্বে লরিতে চালের বস্তার নীচে তালাশি চালিয়ে ১০৫ পাঁচ কার্টুনে ৩১,৬৮০ শিশি ফেন্সিডাইল উদ্ধার করেন পুলিশকর্মীরা। উদ্ধারকৃত নেশা জাতীয় কফ সিরাপ ফেন্সিডাইলগুলির কালোবাজারি মূল্য্ প্রায় তিন কোটি টাকা হবে। তবে এর সঙ্গে জড়িত সন্দেহে কাউকে ধরা সম্ভব হয়নি, জানান প্রণব মিলি।